Souvick

Souvick

Thursday, 8 June 2017

না, আমি তোমাকে ভুলিনি...

না, আমি তোমাকে ভুলিনি,
না ভুলেছি সেই দিনগুলি
যখন রাত জাগার কারণ
আমার অফিস ছিলো না।
তুমি এখন ব্যস্ত
আমি হয়তো তোমার চেয়েও বেশি।
তবুও, সময় যতটুকু পাই,
অধিকাংশ তো
সেই স্মৃতিগুলিই কেড়ে নেয়।
মেট্রো গেটের বাইরে
সেই প্রথম তোমাকে দ্যাখা,
তার পর, নিলভ সরোবরের পাশে বসে
কত না কথা বলা...
না, আমি ভুলিনি।
হেরিটেজের সেই গার্লিক চিকেন
তুমি তো কিছুই খেলে না।
সব আমার পাতে দিয়ে বললে,
আমি নিজেই নাকি কিছু খাচ্ছি না।
তোমার কি মনে আছে..?
বাড়ি ফেরার পর
শুরু হলো আবার সেই ব্যস্ত জীবন।
তুমি, ও আমি কাজের মাঝে
কোথায় আবার হারিয়ে গেলাম।
তুমি তো চিরদিন আমার মনের ভেতরে থাকো।
আমি কি ঠিক সেই ভাবেই
থাকি তোমার মনে?
তা জেনে অবশ্য আমার লাভ কি?
আমি তো তোমাকে মনে করেই খুশি।

(০৮/০৬/২০১৭)

2 comments:

  1. অসাধারন, অভিনব এবং অনবদ্য

    ReplyDelete